• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সড়কে চুয়েট শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩৪, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সড়কে চুয়েট শিক্ষার্থীরা

রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম প্রকেৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। 

বুধবার (২৭ আগস্ট) বিকালে নগরীর দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। 

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এমন বর্বর হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারা। চুয়েট শিক্ষার্থীরা, অবিলম্বে এই ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনসহ প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা মেনে নেওয়ার দাবি জানান।

এর আগে, তিন দফা দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় শিক্ষার্থী পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2