• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

একদিনে দুইবার রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন, এগিয়ে এলো নির্বাচন

প্রকাশিত: ০১:০৯, ২৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
একদিনে দুইবার রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন, এগিয়ে এলো নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন হয়েছে। নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণায় ভোটগ্রহণের দিন ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করলেও শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে তা তিন দিন এগিয়ে আনা হয়েছে। এখন ভোট হবে ২৫ সেপ্টেম্বর। 

বুধবার (২৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

এর আগে এদিন দুপুরে ঘোষিত নতুন তফসিলে বলা হয়েছিল- মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর, ফলাফল ও সেদিনই প্রকাশ করা হবে। 

এ ঘোষণা ঘিরে দুপুরেই বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠন ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ- ঘন ঘন তারিখ পরিবর্তনে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাতে জরুরি বৈঠক ডেকে কমিশন ভোটের তারিখ তিন দিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত করে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই ভোটের দিন এগিয়ে আনা হয়েছে। কিছু তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে, যা পরে জানানো হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2