• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

প্রকাশিত: ২১:২৩, ২৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের বরণ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) কাজী মোতাহার হোসেন ভবন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরার তামিম ও মারজানা তাসনিম অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানের শুরুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একাধারে একাডেমিক ও সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা সকলের জন্য সমান। এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞানে, গুণে, প্রজ্ঞায়, দক্ষতায় ও মানবিকতায় সুসজ্জিত হয়ে গড়ে উঠতে হবে। তাদের আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে নিজে জ্ঞান চর্চা করতে হবে এবং অন্যকেও জ্ঞান চর্চার সুযোগ করে দিতে হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2