লংমার্চে হামলা, প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের ক্লাস-ল্যাব বর্জন

প্রকৌশল অধিকার আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত 'লংমার্চ টু ঢাকা' তে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলরব প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এসময় তারা 'পুলিশ দিয়ে দমন চলবে না চলবে না, কোটা না মেধা - মেধা মেধা, তুমি কে আমি কে প্রকৌশলী প্রকৌশলী ' বিভিন্ন স্লোগানে বিশ্ববিদ্যালয়ে মিছিল করে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি ও আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
বিবৃতিতে জানানো হয়, শান্তিপূর্ণ আন্দোলনে কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনায় বুটেক্স শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন।
৪৮তম ব্যাচের শিক্ষার্থী সারোয়ার হোসেন সামি হামলার নিন্দা জানিয়ে বলেন, আজকের আন্দোলন মূলত ফ্যাসিস্ট আমলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারবিমুখতার প্রতি প্রতিবাদ দর্শন করে। সকল প্রকৌশলীর সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে যে রাজপথের সংগ্রাম, আমরা বুটেক্সের শিক্ষার্থীরা সেই সংগ্রামে আমাদের ভাইদের সাথে কাধে কাধ মিলিয়ে অবস্থান করছি - এইটাই আমাদের আজকের কার্যক্রম এর উদ্দেশ্য ছিলো।
৫০তম ব্যাচের আরেক শিক্ষার্থী জান্নাত নাঈম বলেন, প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আমাদের সময়ের দাবি। এবং শান্তিপূর্ণ এই আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে আমরা আজ সম্মিলিতভাবে এতে অংশ নিচ্ছি। পাশাপাশি টেক্সটাইল খাতের উন্নয়ন ও প্রকৌশলীদের মর্যাদা রক্ষার জন্য এ আন্দোলন অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।
বিভি/এজেড
মন্তব্য করুন: