• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে কে জিতবে, যা জানালো এআই

প্রকাশিত: ১২:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে কে জিতবে, যা জানালো এআই

সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে তাদের নেতা নির্বাচনে ভোট দিচ্ছে। নির্বাচনে কে জিতবে তা হলফ করে বলা সম্ভব নয়, তবে বিভিন্ন বিষয় বিশ্লেষনে কে বিজয়ী হতে পারে তার একটা ধারনা পাওয়া যেতেই পারে। 

ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে কে জিতবে এমন প্রশ্ন ছিলো বিশ্বখ্যাত চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, গ্রক ও ক্লডের কাছে। এসব লার্জ ল্যাঙ্গয়েজ মডেল তাদের বিশ্লেষনে কাকে ভিপি ও জিএস পদে এগিয়ে রাখছে, তা থাকছে আজকের প্রতিবেদনে। 

এআই মডেল গ্রকের পর্যালোচনা বলছে, ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খানকে ভিপি হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে। এই মডেলের বিশ্লেষন বলছে, ৩৮-৪২ শতাংশ ভোটে জিতার সম্বাবনা রয়েছে তার। অন্যদিকে ৪০-৪৫ শতাংশ ভোটে জিএস পদে জেতার সম্ভাবনা ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামিমের। 

চ্যাটজিপিটি সাম্প্রতিক বিভিন্ন পর্যালোচনা করে বলছে, শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েমের প্রায় ৫০ শতাংশ ভোটে ভিপি পদে জেতার সম্ভাবনা রয়েছে।  চ্যাটজিপিটির প্রেডিকশনে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ ৩২.১ শতাংশে ভোটে জিএস পদে জেতার সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে এআই মডেল ক্লড বলছে, ছাত্রদলের ঐতিহ্যগত শক্তিশালী সাংগঠনিক ভিত্তির কারনে ডাকসুতে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খানের জেতার সম্ভাবনা বেশি। আর জিএস পদে এই মডেলটি গণতান্ত্রিক ছাত্র জোটেরপ্রার্থী আবু বকর মজুমদারকে এগিয়ে রাখছে। 
তবে, গুগলের জেমিনি আবার বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলের প্রার্থী আব্দুল কাদেরকে ভিপি পদে জেতার তালিকায় এগিয়ে রাখছে। 
কৃত্রিম বুদ্ধিমত্তা যে সম্ভাবনার রূপরেখায় দিক না কেন, শিক্ষার্থীদের ব্যালটেই নির্বাচিত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী এক বছরের ছাত্র প্রতিনিধি।

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2