• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

প্রকাশিত: ২৩:২১, ১০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় সহ সভাপতিসহ ৭ জনের নাম বাতিল করা হয়েছে। তবে আগামীকাল প্রার্থীতা ফেরতের জন্য আবেদন করা যাবে বলে জানান নির্বাচন কমিশন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

প্রাথমিকভাবে যে সাতজন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা হলেন-সহ সভাপতি প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্স চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এছাড়া সিনেট সদস্য পদে মারুফ হোসেন জেমস ও মো. ওমর ফারুক সাফীন আজমীর।

রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টা পদের বিপরীতে ২৬০ জন, সিনেট-এ ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করায় এখন মোট প্রার্থী ৩১৫ জন।

বিভি/এআই

মন্তব্য করুন: