• NEWS PORTAL

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা আমার প্রথম কাজ: জিতু

প্রকাশিত: ২২:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা আমার প্রথম কাজ: জিতু

ছবি: আব্দুর রশিদ জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাকসুর নবনির্বাচিত ভিপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমরা এর আগে দেখেছি যে দলীয় রাজনৈতিক চর্চা শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কিভাবে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের জন্য আমাদের যেভাবে কাজ করতে হবে, সেভাবেই কাজ করে যাবো।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের শুরুতে জিতু বলেন, আমাদের একটি যৌক্তিক চাওয়া ছিলো, যৌক্তিক অধিকার ছিলো তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের সে অধিকারটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম। এখন আমি মনে করি জাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সে অধিকার ফিরে পেয়েছি। শিক্ষার্থীরা ৩৩ বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিলো সে অধিকারটা ফিরিয়ে দেওয়ার কথা জানান তিনি।

নবনির্বাচিত ভিপি আরও বলেন, জাকসু বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করে আসছিলাম। ২০১৩ সালের একবার নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু তাখনকার সরকার তা বাস্তবায়ন হতে দেয়নি। ২০১৯ এ এসে যখন ডাকসু হয় তখনও জাকসু নির্বাচনের জন্য জোর দেওয়া হয়েছিলো। কিন্তু তৎকালীন সরকার তা হতে দেয়নি।

‘নির্বাচন পরবর্তী পরিকল্পনা কী’ সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, অনেক প্যানেল থেকে এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির থেকে সর্বোচ্চ পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যারা নির্বাচিত হয়েছে সবাইকে নিয়ে দল-মত নির্বিশেষে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।

‘ইশতেহার বাস্তবায়নে আপনার পরবর্তী পরিকল্পনা কী হবে’ এমন প্রশ্নের জবাবে আব্দুর রশিদ জিতু বলেন, আমরা শিক্ষার্থীদের কোনো অলীক ইশতেহার দেইনি, যা বাস্তবায়ন করা সম্ভব না। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়াই হলো আমাদের ইশতেহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন নিজেদের অধিকার থেকে বঞ্চিত ছিলো। আমাদের প্রথম কাজ হবে তাদের সেই সকল অধিকারকে বাস্তবায়ন করা।

উল্লেখ্য, আজ সন্ধ্যার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। অপরদিকে, জিএস পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হন।

বিভি/এআই

মন্তব্য করুন: