• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জানা গেলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি

প্রকাশিত: ১৭:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জানা গেলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ অক্টোবর (বুধবার) থেকে শুরু হবে লিখিত পরীক্ষা।

প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা চলবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী ২২ অক্টোবর ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের অনার্স ২য় বর্ষ পরীক্ষা।

এরপর নির্ধারিত তারিখে বাংলা, ইংরেজি, আরবী, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, সংগীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ-রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, নৃ-বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ক্রীড়া বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনবোধে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে সময়সূচি পরিবর্তনের ক্ষমতা তাদের হাতে রয়েছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এবং এর তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষার তারিখ জেনে নিতে হবে।

এছাড়া প্রশ্নপত্রের ট্রাংক সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে বের না করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা সব পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন: