• NEWS PORTAL

  • সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

জমে উঠেছে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা

প্রকাশিত: ১৩:৩৩, ৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জমে উঠেছে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা

জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা।পূজার ছুটি শেষে রবিবার ক্যাম্পাস খোলার পর থেকেই উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো ক্যাম্পাসজুড়ে।

প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন এক অনুষদ থেকে আরেক অনুষদ। বাদ যাচ্ছে না ক্যাফেটেরিয়া কিংবা ক্যান্টিনও। যেখানেই শিক্ষার্থীদের দেখা মিলছে করছেন কুশল বিনিময়, চাইছেন ভোটারদের ভোট ও দোয়া। শুনছেন ভোটারদের নানা প্রত্যাশার কথাও।   

এদিকে নির্বাচন ও নির্বাচনী ফলাফল নিয়ে যাতে কোনো অবিশ্বাস তৈরি না হয় সেজন্য বড় পর্দায় ভোট কেন্দ্রের ভেতরের পরিস্থিতি দেখার ব্যবস্থা থাকবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 

৩৫ বছর পর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন। 

অন্যদিকে হল সংসদ নির্বাচনে ছাত্র এবং ছাত্রী হলগুলো থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯৩ জন প্রার্থী। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। সবশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছিলো চাকসু নির্বাচন।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2