• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা

প্রকাশিত: ১২:০৪, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:০৫, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
চাকসু নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা

৩৫ বছর পর আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) ও হল সংসদ নির্বাচন। প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের হাতে রয়েছে আর মাত্র দুইদিন, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

শিক্ষার্থীদের কাছে সরাসরি গিয়ে ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে জোর প্রচারণা। নানা ধরনের লিফলেট কিংবা ব্যতিক্রমী সাজে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টায়ও কমতি নেই প্রার্থীদের। 

পুরো ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী আমেজ। ক্যাম্পাসের চায়ের আড্ডায় কিংবা ক্লাসরুমে সবারই এখন আলাপের বিষয় আসন্ন চাকসু নির্বাচন। নিজেদের ব্যালট বক্সে ভোট টানতে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছুটছেন অনুষদ থেকে অনুষদে। বাদ যাচ্ছে না ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, চায়ের দোকান কিংবা হলও। যেখানেই শিক্ষার্থীদের দেখা মিলছে করছেন কুশল বিনিময়, চাইছেন ভোটারদের ভোট ও দোয়া। শুনছেন ভোটারদের নানা প্রত্যাশার কথাও। এরই মধ্যে আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতিসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ইশতেহারও ঘোষণা করেছে সব প্যানেল। 

এদিকে সুষ্ঠুভাবে চাকসু নির্বাচন সম্পন্ন করতে এরইমধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (১২ অক্টোবর) বিকালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয় নিয়ে বৈঠকে বসছে প্রশাসন। 

১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ১৫টি ভোটকেন্দ্রে একটানা চলবে ভোটগ্রহণ। ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ(চাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন । অন্যদিকে হল সংসদ নির্বাচনে ছাত্র এবং ছাত্রী হলগুলো থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯৩ জন প্রার্থী। 

সবশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছিলো চাকসু নির্বাচন।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2