• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে 

বাসস

প্রকাশিত: ১৭:০৭, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ভোট গণনা করা হবে। নির্বাচনের ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গণনার পুরো প্রক্রিয়া কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সরাসরি বড় পর্দায় দেখানো হবে। 

রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বাসস’কে জানান, ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। এরপর প্রতিটি কেন্দ্রের ব্যালট বাক্স সংগ্রহ করে মিলনায়তনে আনা হবে। ভোট গণনার আগে ভিন্ন ভিন্ন রঙের ব্যালট আলাদা করে ১০০টি করে বান্ডেল করা হবে। প্রতিটি বান্ডেলের ব্যালট ওএমআর মেশিনে গণনা করা হবে।

তিনি আরও জানান, গণনার সময় বিশেষজ্ঞ একটি দল পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। প্রতিটি হলের ভোট গণনা তিন ধাপে সম্পন্ন হবে। একটি হলের ফলাফল শেষ হলে পরবর্তী হলের গণনা শুরু হবে। মোট ১৭টি হলের ফলাফল প্রস্তুত ও যাচাই শেষ হতে ১৪ থেকে ১৬ ঘণ্টা সময় লাগতে পারে। 

অধ্যাপক আকন্দ বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে শিক্ষার্থীদের যাতে কোনো সংশয়ে না থাকে, সেজন্য পুরো প্রক্রিয়া উন্মুক্ত রাখা হবে। সাংবাদিকরাও মিলনায়তনে থেকে প্রতিবেদন করতে পারবেন, আর ভোট গণনার দৃশ্য সরাসরি বড় স্ক্রিনে দেখা যাবে। স্বচ্ছতা ও ত্রুটিহীন নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিভিত্তিক এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নির্বাচন কমিশন রোববার ক্যাম্পাসে প্রার্থী ও পোলিং এজেন্টদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণেরও আয়োজন করেছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিত্ব পুনরুজ্জীবিত হচ্ছে। কমিশনের দেওয়া তথ্য মতে, এ বছর ভোট দেবেন ২৮ হাজার ৯০৫ শিক্ষার্থী। তাদের মধ্যে ১১টি ছাত্র হলে ভোটার সংখ্যা ১৭ হাজার ৬০০ জন  এবং ছাত্রী হলে ভোটার সংখ্যা ১১ হাজার ৩০৫ জন। নির্বাচনে ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে রাকসুতে ২৪৮ জন, হল সংসদে ৫৯৭ জন এবং সিনেটের জন্য ৫৮ জন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2