বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিক দিক অনুপস্থিত: ডাকসু এজিএস
বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নৈতিক দিক অনুপস্থিত থাকায় আমাদের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়না বলে মন্তব্য করেছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।
শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা কর্তৃক আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র বৈষয়িক ব্যবস্থার উন্নয়নের সমস্ত উপকরণ বিদ্যমান। ফলে এখানে শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা অনুপস্থিত থেকে যায় এবং শিক্ষার্থীরা আধ্যাত্মিকতা ও নৈতিকতা ভুলে যায়। আমাদের মাঝে নৈতিকতা নেই বলেই ২৪ এর গণঅভ্যুত্থানে অনেক অফিসার যারা সমাজে মেধাবী বলে স্বীকৃত কিন্তু শিক্ষার্থীদের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করেনি। তাদের মাঝে নৈতিকতা ও মনুষ্যত্বের অনুপস্থিতর কারণে তারা এমনটা করতে উদ্বুদ্ধ হয়েছেন।
এসময় তিনি নবীন শিক্ষার্থীদের ভালো ও নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় ও সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ রাজিবুর রহমান পলাশ, বিশেষ অতিথি ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ মহিউদ্দিন খান, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভি/এজেড




মন্তব্য করুন: