• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০৭, ২২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, জেলার মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায়। 

বুধবার (২২ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার  স্থানীয়রা ঐ রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামে দুই ধর্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। অন্য দুই ধর্ষক পলাতক রয়েছে।

পলাতক ধর্ষকরা হচ্ছে, সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২)। 

স্থানীয় পুলিশ সূত্র জানায়, গত ২০ অক্টোবর  রাত সাড়ে ১০টার দিকে কিশোরী স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে যায়। ওই সময়  ৪ জন স্থানীয় যুবক তাকে কথা বলার কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। 

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ভিকটিমসহ আটককৃত ২ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। দুই ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2