• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ফেনীতে রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে কাদা মাটির ব্যবহার

প্রকাশিত: ১৬:১৭, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:১৯, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ফেনীতে রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে কাদা মাটির ব্যবহার

ফেনীর দাগনভূঞা উপজেলায় কোটি টাকার সড়ক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ অনুযায়ী বালুর পরিবর্তে ড্রেজার মেশিনে তোলা কাদা ও ফসলি জমির মাটি ব্যবহার করা হচ্ছে।

জানা গেছে, উপজেলার সিন্দুরপুর–সত্যপুর–দিলপুর–কৌরশ মুন্সী বাজার সড়ক উন্নয়ন প্রকল্পের দৈর্ঘ্য প্রায় দুই দশমিক আট কিলোমিটার। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কাজের শুরু থেকেই নকশা ও স্টিমেট অনুযায়ী কাজ করা হচ্ছে না। রাস্তা কাটার সময় ‘বক্স কাটিং’ ও রোলার কমপেকশন ছাড়া চলছে ভরাট কাজ। কোথাও কোথাও প্রস্থ ১১ ফুটের বদলে ৯ ফুট রাখা হয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগির কারণে তদারকি নেই।

স্থানীয় বাসিন্দা সাইদুল হক বলেন, ‘বালুর বদলে কাদা মাটি দিচ্ছে, রাস্তা টিকবে না।’ 

জিয়া উদ্দিন বলেন, ‘রোলার ব্যবহার হয়নি, কাজ নিম্নমানের।’ 

জালার নামের এক স্বথানীয ক্ষোভ প্রকাশ করে  বলেন, ‘আমাদের পুকুর ও জমির মাটি কেটে রাস্তা বানানো হচ্ছে।’

এ বিষয়ে ঠিকাদার আবুল কালামকে একাধিক বার ফোন করেও কোন  বক্তব্য পাওয়া যায়নি।

তবে ফেনী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক বলেন,‘অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের অভিযোগ, তদারকির অভাব ও এলজিইডির নীরবতা দুর্নীতির সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে। তারা বলছেন, এই ভাগাভাগির সংস্কৃতি বন্ধ না হলে কোটি টাকার প্রকল্প অচিরেই ধ্বংস হয়ে যাবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2