বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামিনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির রায়হানকে সাধারণ সম্পাদক করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে তা প্রচার করেন।
প্রায় ৫ বছর পর ত্যাগী-নির্যাতীত ও বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথের পরিক্ষিতদের দিয়ে কমিটি দেয়ায় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক সুমন হোসাইন, প্রচার সম্পাদক মাসুদ রানা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. আসমা আক্তার খুশি।
নবগঠিত কমিটির সভাপতি ইয়ামিন জানান, বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে একটি ছাত্র সংগঠন যখন গুপ্ত রাজনীতি করেছে, তখন ক্যাম্পাসে আওয়ামী হায়েনাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে ছাত্রদল। আমি নিজে অসংখ্যবার হামলা-মামলার শিকার হয়েও কখনো রাজপথ ছেড়ে যাইনি। দল আমাকে মূল্যায়ন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জহির রায়হান জানান, পরীক্ষিত ও ত্যাগীদের দিয়ে কমিটি দেয়ায় নেতা-কর্মীরা অনেক উচ্ছ্বসিত। তিনি বলেন, ঘোষিত কমিটির নেতৃত্বে পরিচ্ছন্ন ও শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রদলের ঘাঁটিতে পরিণত হবে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৬ জুন বেরোবি শাখা ছাত্রদলের সর্বশেষ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছিল। দীর্ঘ পাঁচ বছর পর অনুমোদন করা হয়েছে নতুন কমিটি।
বিভি/এজেড




মন্তব্য করুন: