• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

হাবীবুল্লাহ বাহার কলেজে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

প্রকাশিত: ১৮:২৬, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাবীবুল্লাহ বাহার কলেজে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত কর্ণেল ইমরুল কায়েসের সভাপতিত্বে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এই বিশেষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ফজলে রুবায়েত পাপ্পু, পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

মাহফিলে বিশেষ মোনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে তার সুস্থতা ও দেশের জন্য তার অবদান স্মরণ করা হয়। দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর সুস্থতার গুরুত্বকে বিশেষভাবে উল্লেখ করা হয়।

কলেজের অধ্যক্ষ অব. কর্ণেল ইমরুল কায়েস বলেন, দেশের জন্য এবং দেশের মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহর দরবারে তার দীর্ঘায়ু, সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করছি।

বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং শারীরিকভাবে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য গভীরভাবে প্রার্থনা করা হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের হৃদয়কে আবেগময় করে তোলে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2