৭ কলেজের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১ জানুয়ারি
ফাইল ছবি
সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামী ১ জানুয়ারি।
শ্রেণি কার্যক্রম শুরুর লক্ষ্যে এ অনুষ্ঠানে সাত কলেজের সব বিভাগের শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে সকাল ১০টায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকা কলেজ অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) বা সমকক্ষ প্রতিষ্ঠানের অন্তর্বর্তী প্রশাসনের উদ্যোগে সরকারি সাত কলেজের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য পরিচিত সভা আয়োজন করা হয়েছে। এ সভার মাধ্যমে প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগের পরিচিত সভায় সকাল ১০টায় উপস্থিত থাকতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি সাত কলেজের অধ্যক্ষদের অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী, গত ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও প্রত্যাহার করা হয়েছে৷
বিভি/এআই




মন্তব্য করুন: