• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১০:৪১, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:৪২, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশ ন্যূনতম পাস নম্বর অর্জনে ব্যর্থ হয়েছেন। ফলে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১০ শতাংশ।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী। এতে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রতিযোগিতা করেছেন ৩২ জন পরীক্ষার্থী।আসন বণ্টন অনুযায়ী, মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2