• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

শুরু হয়েছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ  

প্রকাশিত: ০৯:২২, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শুরু হয়েছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ  

ছবি: সংগৃহীত

একাধিকবার স্থগিতের পর অবশেষে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। ভোট শুরুর পর থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে।

নির্বাচনে জকসুর কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ রাখা হয়েছে। ভোটগ্রহণ শেষে ছয়টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, ভোট শুরুর আগেই রাতের মধ্যে সংশ্লিষ্ট সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। তাঁর মতে, নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এরপর দ্রুততম সময়ে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করা হবে।

এদিকে নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাসে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে রয়েছেন। বিশেষ নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, ভোটার শিক্ষার্থীরা কেবল ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন এবং ভোট শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের ২ নম্বর গেট ব্যবহার করতে হবে এবং আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন এর আগে দুই দফা পিছিয়ে যায়। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও নির্বাচন শুরুর আগমুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয়। পরে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুনরায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় এবং সেখানেই ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2