• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

চবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ২ শিক্ষার্থী

প্রকাশিত: ২০:৪৮, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ২ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি-২’ উপ–ইউনিটে ভর্তি পরীক্ষায় নকল করার সময় ধরা পড়েছেন দুই ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ ঘটনায় তাদের দুজনের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের তৃতীয় তলায় ইতিহাস বিভাগের ৩০২৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। । 

আটক দুই শিক্ষার্থী হলেন, মোহাম্মদ মুত্তালিব ও হাফিজুর রহমান। তারা দুজনই রাজশাহীর আত্রাই আলিম মাদরাসার শিক্ষার্থী। মোহাম্মদ মুত্তালিবের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ আর হাফিজুর রহমানের বাড়ি রাজশাহীতে।

জানা যায়, বেলা ১১টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ‘বি-২’ উপ–ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোহাম্মদ মুত্তালিব ও হাফিজুর রহমান পরীক্ষাযর ওএমআর শিট একে অপরের কাছে পরিবর্তন করে বৃত্ত পূরণ করছিলেন। এ সময় কর্তৃপক্ষের নজরে এলে তাদের পরীক্ষা বাতিল করা হয়।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী গণমাধ্যমকে বলেন, নকল শনাক্তের বিষয়টি প্রথমে পরীক্ষকরা লক্ষ্য করেন। তারা দেখতে পান, দুই ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের ওএমআর শিট পরিবর্তন করেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডিকে জানানো হলে আমরা শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের তৃতীয় তলায় অবস্থিত ইতিহাস বিভাগের ৩০২৩ নম্বর কক্ষে যাই, যেখানে ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, সেখান থেকে তাদেরকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এটি মূলত তাদের সতর্ক করার উদ্দেশ্যে করা হয়েছে। যদিও তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে, তবে শিক্ষার্থীদের বাবা-মাকে ডাকা হয়নি। ভবিষ্যতে যেন তারা কোনো পরীক্ষায় এ ধরনের ভুল না করে—সেজন্যই তাদের শুধু সতর্ক করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2