ঢাবি ক্রিমিনোলজি বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে ‘ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস’ বিষয়ক প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত পরিচিতি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে ছিলেন।
প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের পরিচালক মো. রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিন স্বাগত বক্তব্য দেন। বিভাগের প্রভাষক ফাবিহা মাহবুব এবং মাইশা তাবাসসুম অনিমা অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সামাজিক অপরাধ নির্মূলে ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অপরাধের ধরন ও কারণ চিহ্নিত করতে হবে এবং প্রতিকারের উপায় বের করতে হবে।
নৈতিক মূল্যবোধের অভাবে উচ্চশিক্ষিতরাও সামাজিক ও পেশাগত জীবনে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে। কর্মজীবনে সৎ থাকতে উচ্চশিক্ষার সঙ্গে নৈতিকতার সংমিশ্রণ ঘটাতে হবে।
তিনি বলেন, কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীগণ ক্রিমিনোলজি বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পান। এই প্রফেশনাল প্রোগ্রাম পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিভাগের নিয়মিত আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: