• NEWS PORTAL

  • বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

নির্বাচন স্থগিত ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস

সিলেট ব্যুরো

প্রকাশিত: ১০:৩০, ১৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:৩০, ১৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচন স্থগিত ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এ ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে মধ্যরাতে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাসহ সাধারণ শিক্ষার্থীদের মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। 

সোমবার রাত ১১টায় রাতে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল।
 
বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা জানান, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে বিভিন্ন পদে মোট ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্যানেলগুলো হলো ছাত্রদল, ছাত্রশিবির এবং স্বতন্ত্র প্রার্থী প্যানেল।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শাবিপ্রবিতে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৫ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৩ হাজার ২১০ জন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2