বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পেছানো ঠিক হবে না: সাদিক কায়েম
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পেছানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ভিপি সাদিক বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার কথা ছিল। কিন্তু, কোনো মহল চাইছে না নির্বাচন হোক। তাই, প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। কিন্তু, নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত যা ছাত্ররা মেনে নেবে না।
সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়ে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: