• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

চুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বে ১৫ 

প্রকাশিত: ১২:২০, ১৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বে ১৫ 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক শ্রেণিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার।  ৯৩১ টি আসনের বিপরীতে এবার প্রতিযোগিতায় নামছেন প্রায় ১৪ হাজার শিক্ষার্থী। গড়ে প্রতিটি আসনের জন্য ১৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চুয়েটের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়েটে ভর্তিযোগ্য মোট আসনসংখ্যা হচ্ছে ৯৩১টি। এর মধ্যে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।

এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ক-গ্রুপে আছেন ১৩ হাজার ৯২ জন এবং খ-গ্রুপে ৮৫০ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন।

ক-গ্রুপের পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে। চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দুটি উপকেন্দ্র নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জনসহ মোট ৫ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী অংশ নেবে।
খ-গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে একইদিন বেলা পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত। এ পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত