শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
ফাইল ছবি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে এই আবেদন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত চেয়ে এই আবেদন করা হয়েছে এবং যথাসময়ে এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন। নির্ধারিত তফসিল অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার রাশনা ইমাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু ও অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
আদেশের পর ব্যারিস্টার রাশনা ইমাম জানান, হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে আপাতত আগামীকাল শাকসু নির্বাচন হচ্ছে না। চার সপ্তাহ পর আদালত পরবর্তী সিদ্ধান্ত জানালে নির্বাচনের নতুন সময়সীমা নির্ধারিত হতে পারে।
বিভি/এসজি



মন্তব্য করুন: