এসএসসির ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর
আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, জরিমানাসহ পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারছেন। তবে যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করতে পারেননি, তারা ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সূত্রে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এমন তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, বোর্ডের নিয়ম মেনে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে শিক্ষার্থীদের বাধা নেই। টিসি নিয়ে অন্য প্রতিষ্ঠানে গেলেও তারা ফরম পূরণ করতে পারবেন।
গত ৩১ ডিসেম্বর থেকে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে। এ কার্যক্রম চলে ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যায় ১১ জানুয়ারি পর্যন্ত। তবে জরিমানাসহ অনলাইনে ফরম পূরণের সুযোগ ১৭ জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়। পরে জরিমানাসহ আবেদনের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
বিভি/টিটি



মন্তব্য করুন: