নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য অধিদফতরের জরুরি নির্দেশনা
২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া সব কলেজের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। প্রতিষ্ঠানগুলোর বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ, কর্মরত নন-ক্যাডার শিক্ষক ও কর্মচারীর বিবরণ একটি অনলাইন ফর্মে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) অধিদফতরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. নুরুল হক সিকদারের সই করা এক স্মারকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া কলেজগুলোর বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ, কর্মরত নন ক্যাডার শিক্ষক ও কর্মচারীর তথ্য আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে পূরণ করতে হবে। তথ্য প্রদানের জন্য নির্দিষ্ট গুগল ফর্মের লিংক এখানে দেওয়া হলো।
এতে সতর্ক করে আরও বলা হয়েছে, যদি কোনো কলেজ নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য জমা দিতে ব্যর্থ হয়, তাহলে তা অসদাচরণ বিবেচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/এসজি



মন্তব্য করুন: