• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

তিতুমীরের উপাধ্যক্ষ হলেন প্রাক্তন শিক্ষার্থী 

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৩, ২৯ নভেম্বর ২০২১

আপডেট: ২০:৩৪, ২৯ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
তিতুমীরের উপাধ্যক্ষ হলেন প্রাক্তন শিক্ষার্থী 

সরকারি তিতুমীর কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মহিউদ্দিন। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

এর আগে, রবিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

অধ্যাপক মো. মহিউদ্দিন ১৯৮৩-এ সরকারি তিতুমীর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে তিনি বলেন, আমি এই কলেজের শিক্ষার্থী ছিলাম। সবার জীবনে আকাঙ্ক্ষা থাকে নিজের কলেজে শিক্ষক হওয়ার। তাই আমি গর্ববোধ করছি তিতুমীর কলেজে উপাধ্যক্ষ হতে পেরে।  

 

বিভি/এসআরটি/রিসি 

মন্তব্য করুন: