• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকায় আসার সিদ্ধান্ত পরিবর্তন, শিক্ষামন্ত্রীকে বিকল্প প্রস্তাব আন্দোলনকারীদের

প্রকাশিত: ২১:৪৮, ২১ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ঢাকায় আসার সিদ্ধান্ত পরিবর্তন, শিক্ষামন্ত্রীকে বিকল্প প্রস্তাব আন্দোলনকারীদের

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র আহ্বানে সাড়া দিলেও ঢাকা গিয়ে আলোচনায় বসা সম্ভব না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় তারা ঢাকায় আসতে পারবেন না বলে জানান তাঁরা।

এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলে আলোচনায় বসার আহ্বান জানান। এতে সম্মতিও জানান শিক্ষার্থীরা। সাত সদস্যের একটি প্রতিনিধি দলও নির্বাচন করেন তাঁরা। তবে অনশনরত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা।

আমরণ অনশনরত এক শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে এসে বৈঠক আয়োজনের অথবা বৈঠকে প্রতিনিধিদলের সংগে অনলাইনে আলোচনার সুযোগ দিতে অনুরোধ জানানো হবে।

আন্দোলনকারীদের পক্ষে সাব্বির আহমেদ বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সংগে আলোচনায় বসবো। কিন্তু ক্যাম্পাসের এ পরিস্থিতিতে কোনোমতেই ঢাকা যাওয়া সম্ভব নয়।

এ খবর শুনে শুক্রবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষামন্ত্রীর বার্তা নিয়ে আবারও ক্যাম্পাসে আসেন। মন্ত্রীর বাসায় আপনজন অসুস্থ হওয়ায় সিলেটে আসতে দেরি হবে বলে জানান এ নেতা।

‘প্রয়োজনে আকাশপথে শিক্ষার্থীদের প্রতিনিধিদের ঢাকায় নিয়ে যাওয়া’র প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাননি শিক্ষার্থীরা।

বিভি/এসডি

মন্তব্য করুন: