• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 

প্রকাশিত: ১১:২৭, ১০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের পর হল থেকে দেশিয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দেশিয় অস্ত্র ও কয়েকটি পেট্রোল বোমা। 

সম্প্রতি নতুন করে দেশিয় অস্ত্র ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলে মজুদ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক হলে থাকা শিক্ষার্থীরা। যার প্রমাণ মিলেছে গত দুইদিন বিবাদে জড়ানোর পর ছাত্রলীগের দুইপক্ষের কর্মীদের অস্ত্রের মহড়ায়।  

এদিকে গত তিনদিনে দুইবার সংঘর্ষে জড়িয়ে এবং আবাসিক হলের এক বাবুর্চিকে মারধরের ঘটনায় ফের আলোচনায় এসেছে চবি শাখা ছাত্রলীগ। ইটপাটকেল, কাচের বোতল ছোঁড়াছুঁড়ি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত দুইদিনের সংঘর্ষে। বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- বগিভিত্তিক উপগ্রুপ বিজয় ও সিএফসি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া  জানান, সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সহায়তায় দুটি আবাসিক হলে তল্লাশি চালাই। এসময় আমরা দুই হল থেকে রাম দা, কিরিচ, গুলতি, কাচের বোতল ও রডসহ বিভিন্ন প্রকার দেশিয় অস্ত্র উদ্ধার করেছি।

বিভি/এনইউ/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2