• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নবম শ্রেণীতে বাদ পড়া শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশনের সুযোগ বাড়লো

প্রকাশিত: ১২:৫৩, ১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
নবম শ্রেণীতে বাদ পড়া শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশনের সুযোগ বাড়লো

২০২০-২১ শিক্ষাবর্ষে নবম শ্রেনীতে বাদ পড়া এবং বোর্ড পরিবর্তন করা শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে। বৃহসপতিবার (৩১ মার্চ) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল মনছুর ভূঞাঁ।

আদেশে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু কোভিড-১৯ মহামারির যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা বিলম্ব ফি ছাড়া ১ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত রেজিষ্ট্রেশন করতে পারবে।

এর আগে গত ২৫ মার্চ থেকে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত রেজিষ্ট্রেশনের সুযোগ পায় শিক্ষার্থীরা।

 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2