• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সমালোচনার মুখে রোজায় ক্লাস কমানোর ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সমালোচনার মুখে রোজায় ক্লাস কমানোর ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মুখে রোজায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস কমানো ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১ এপ্রিল) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই ইঙ্গিত দেন।

তিনি বলেন, রমজানে একটু গরম, তাই অনেকে প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন। আসলে এখন তো ক্লাস করা খুবই দরকার। দুই বছর শ্রেণিকক্ষে ক্লাস হয়নি। এখন শ্রেণিকক্ষে ক্লাস করতে না পারলে শিক্ষার্থীরা তাদের সিলেবাস শেষ করতে পারবে না।

তিনি আরও বলেন, করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর মাস্ক পরা ছাড়া বিধিনিষেধ তুলে দেওয়া হলে সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হয়। এই কারণে রাজধানীতে যানজটের তীব্রতা ফিরে এসেছে। তাই রোজায় যানজটসহ গরমের কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাইছিলেন অভিভাবকরা।

ডা. দীপু মনি বলেন, সরকার রোজায় প্রাথমিকে ক্লাস ২০ রোজা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ক্লাস ২৪ রোজা পর্যন্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকেও প্রাথমিকের মতোই ২০ রোজা পর্যন্ত ক্লাস নেওয়া হতে পারে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: