• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাসে না তোলায় সাইন্সল্যাবে সড়কে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ৪ এপ্রিল ২০২২

আপডেট: ১৪:০২, ৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বাসে না তোলায় সাইন্সল্যাবে সড়কে শিক্ষার্থীদের অবস্থান

রাজধানীর গণপরিবহনে গেট লক রেখে শিক্ষার্থীদের না ওঠানোর প্রতিবাদে রাজধানীর  সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে সাইন্সল্যাব সড়কে অবস্থান নেয় দুই কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা হাফ ভাড়া দেয় বলে বাসগুলো এখন কলেজের সামনে গেট লক করে রাখে। অন্য যাত্রীদের বাসে তুললেও স্কুল, কলেজের শিক্ষার্থী উঠতে গেলে গেট লক করে দেয়। সোমবার সকালেও এমন ঘটনার প্রেক্ষিতে সড়কে তাৎক্ষণিক অবস্থান নেয় দুই কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি জোন) ইহসানুল ফিরদাউস বাংলাভিশনকে বলেন, গেটলক অজুহাত দিয়ে বাসে না ওঠানোয় শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেয়। আমরা তাৎক্ষণিক গিয়ে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করি। একইসঙ্গে রমজানে জনগণের ভোগান্তির বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যায়।

বিভি/কেএস

মন্তব্য করুন: