• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেডিকেলে ভর্তির ফলাফল প্রকাশ, পাসের হার ৫৫.১৩ শতাংশ

প্রকাশিত: ১৩:৫৯, ৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
মেডিকেলে ভর্তির ফলাফল প্রকাশ, পাসের হার ৫৫.১৩ শতাংশ

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/) ফল পাওয়া যাচ্ছে। 
 
এবছর আবেদনকারীর সংখ্যা ছিলো এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন। সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। বেসরকারি ৭২টি মেডিকেল মিলিয়ে সর্বমোট আসন ১০ হাজার ৮২৯টি।

এর আগে গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ঢাকা মহানগরীতে শুক্রবার ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার জন্য মোট ৯ টি কেন্দ্র ছিল। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য আছে মোট ৩ টি কেন্দ্র। ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ এবং নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ২ টি কেন্দ্র রাখা হয়েছিল। কেন্দ্রগুলো হল তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড, ঢাকা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

মুগদা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্যও ২ টি কেন্দ্র আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস, ঢাকা ও আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মুগদা ক্যাম্পাস, ঢাকা।

ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার জন্য মোট ছিল ২ টি কেন্দ্র। এ দুটি কেন্দ্র সরকারী তিতুমীর কলেজ, ঢাকা ও সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।

পরীক্ষায় ৯৩ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম।  ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। 

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

গত বছর সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন। মোট ৪৮ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিলো ৩৯ দশমিক ৮৬ শতাংশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: