• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ 

প্রকাশিত: ১৬:১৮, ১২ জুন ২০২৫

ফন্ট সাইজ
২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ 

ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পরীক্ষার ফল প্রকাশে নির্ধারিত সময়সীমা মানা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি খোন্দকার এহসানুল কবির বলেছেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। 

প্রসঙ্গত, এবারের লিখিত পরীক্ষা হয়েছে ১০ এপ্রিল থেকে ১৩ মে, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ওএমআর (OMR) শিট জমা নেওয়া শুরু হয়েছে এবং ১৫ জুনের মধ্যে সব শিট জমা হবে বলে আশা করা হচ্ছে। এরপর স্ক্যান ও নম্বর ইনপুটের কাজ শেষ করে ফল প্রস্তুত করা হবে। 

তিনি আরও জানান, কিছু পরীক্ষক শুরুতে খাতা নিতে আগ্রহী না হলেও এখন বেশিরভাগ পরীক্ষক খাতা বুঝে নিয়েছেন।

এ বছর প্রায় ১৯ লাখ ২০ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তবে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী একাধিক বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2