দেশের প্রথম এভিয়েশন ইউনিভার্সিটি শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে জুনে
আগামী জুন মাস থেকে লালমনিরহাট বিমানঘাটির নিজস্ব ক্যাম্পাসে শুরু হচ্ছে দেশের প্রথম ও একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এ্যারোস্পেস ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম।
শুক্রবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি এয়ার কমডোর মো. মঞ্জুর কবীর ভুঁইয়া।
লালমনিরহাট বিমানঘাটিতে বিমান বাহিনীর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এটি দেশের প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যা দেশের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা লাভের সুযোগ এনে দিয়েছে। ইউনিভার্সিটিতে এভিয়েশন ম্যানেজমেন্টে এমবিএ, এভিয়েশন সেফটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনে এমএসসি এবং আন্তর্জাতিক ও মহাকাশ আইনে এলএলএম বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। গেলো চার বছর ধরে রাজধানী ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম হয়ে আসছে। বিশ্ববিদ্যালয়টির কারণে লালমনিরহাট এলাকা ধীরে ধীরে এভিয়েশন সিটিতে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিভি/এইচএস




মন্তব্য করুন: