• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রাম কলেজে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও আনন্দ শোভাযাত্রা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১১:১৭, ১৩ মে ২০২২

ফন্ট সাইজ
চট্টগ্রাম কলেজে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও আনন্দ শোভাযাত্রা

১৮৫ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। এতে নানা বয়সী বিভিন্ন শ্রেণি-পেশায় প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীরা সামিল হন এবং নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

মহানগরীর চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় শোভাযাত্রা । জামালখান মোড় ঘুরে শোভাযাত্রা আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

কেউ এসেছেন চল্লিশ বছর পর। আবার কেউ ত্রিশ বছর, কেউ কেউ বিশ বছর পর। কিন্তু তাদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে তারা এখনও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। নেচে গেয়ে ফিরে গিয়েছিলেন আগের ছাত্র জীবনে।  

অনেক দিন পর পুরোনো বন্ধুকে কাছে পেয়ে আবেগে আপ্লুত ছিলেন অনেকেই। শুধু এ দিনটি উপলক্ষেই বিভিন্ন এলাকায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে এসেছেন কলেজে।  
সাবেক শিক্ষার্থীদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, পুনর্মিলনী কমিটির আহ্বায়ক আলী আহমদ ও সদস্য সচিব এস এম আবু তৈয়ব, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়রাম্যান ডা. শেখ শফিউল আজমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিভি/এনইউ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2