• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

হাবিপ্রবি`র নতুন সহকারী প্রক্টর মোজাফফর হোসেন

হাবিপ্রবি‌ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ১৩ মে ২০২২

ফন্ট সাইজ
হাবিপ্রবি`র নতুন সহকারী প্রক্টর মোজাফফর হোসেন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক মো. মোজাফফর হোসেন।‌ তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের শিক্ষক। 

শুক্রবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাফফর হোসেনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে কতিপয় শর্তাবলী সাপেক্ষে সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সহযোগী অধ্যাপক মো. মোজাফফর হোসেন বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে পারি সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বিভি/আরআই/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2