গ্রীষ্মকালীন ছুটি বাতিল চেয়ে ইবি উপাচার্যকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ। বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা উপাচার্যের হাতে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ইবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান আনাসসহ অন্যান্য নেতাকর্মী।
জানা যায়, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। যা কার্যকর হলে অনেক বিভাগের পরীক্ষা ও ক্লাস পিছিয়ে যাবে।
স্মারকলিপিতে তারা বলেন, করোনার জন্য একদিকে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় শিক্ষা কার্যক্রমে ছন্দপতন হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি আরও বাড়তি চাপ তৈরি করবে। ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ছুটি বাতিলের দাবি জানিয়েছেন। সেই প্রেক্ষিতে, বিভিন্ন বিভাগের সেশনজট দূর করতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও গতি আনতে আপনার কাছে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উপাচার্য ড. শেখ আবদুস সালাম বলেন, এটি অবশ্যই একটি যৌক্তিক দাবি। বারবার ছুটির ফলে পড়াশোনায়ও একটা ছন্দপতন ঘটে। এ বিষয়টি আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবো।
বিভি/আইএস/এইচএস
মন্তব্য করুন: