• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ধূমপানে বাধা দেওয়ায় সাংবাদিককে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতার মারধর

মেহেদী হাসান আকাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:৫৪, ৩০ মে ২০২২

আপডেট: ১৮:৫৫, ৩০ মে ২০২২

ফন্ট সাইজ
ধূমপানে বাধা দেওয়ায় সাংবাদিককে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতার মারধর

প্রকাশ্যে ধূমপানে বাধা দেওয়ায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী নিউজ পোর্টাল বিডি মর্নিং'র রাবি প্রতিনিধি এবং বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। 

রবিবার (২৯ মে) দিনগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের টিভি রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম গিয়াসউদ্দিন কাজল। তিনি বখস হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জানা যায়, কাজল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, টিভি রুমে আইপিএল খেলা দেখার সময় কাজল সিগারেট খাচ্ছিলেন। তখন শাহাবুদ্দিন তাকে করেন এবং বাইরে গিয়ে সিগারেট খেতে বলেন। এতে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কাজলসহ কয়েকজন শাহাবুদ্দিনকে মারধর শুরু করে। এ ঘটনার ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত হল প্রাধ্যক্ষ ঘটনাস্থলে আসেননি।

শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমি ব্যস্ত আছি, এখন যেতে পারব না। বিষয়টি পরে দেখছি।

প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনাটি জানতে পেরেছি। আমি ওই শিক্ষার্থীকে দেখতে মেডিকেলে গিয়েছি। বিষয়টি মীমাংসার জন্য হল প্রাধ্যক্ষকেও জানিয়েছি।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2