• NEWS PORTAL

  • শনিবার, ২৮ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মিডিয়ায় প্রচারিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন ইডেনছাত্রী বৈশাখী

প্রকাশিত: ১৯:৩৪, ২ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মিডিয়ায় প্রচারিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন ইডেনছাত্রী বৈশাখী

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ বিবদমান সম্পর্ক তৈরি হয়। এতে করে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি মন্তব্য করে কেউ কেউ একে-অপরকে দোষারোপ করতেও শুরু করে। এতে করে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিতের পাশাপাশি কয়েকজনকে বহিষ্কারও করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

তবে সবচেয়ে বেশি রোষের মুখে পড়েন ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী। তার বিভিন্ন বক্তব্য ঘিরে শুরু হয় সমালোচনা। তবে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তার বক্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন বৈশাখী নিজেই। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এই নেত্রী। 

ইডেন কলেজ কর্তৃপক্ষ ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটির কাছে রবিবার (০২ অক্টোবর) লিখিত ব্যাখ্যা দেন সামিয়া আক্তার বৈশাখী।

মিডিয়ায় প্রচারিত বক্তব্যের লিখিত ব্যাখ্যায় সামিয়া আক্তার বৈশাখী জানান, ‌‘গত ২৪.০৯.২২ ইং তারিখে কলেজে উদ্ভুত পরিস্থিতির মধ্যে আমার একটি বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়। মূলত সেখানে উল্লেখিত বিষয় আমার নিজের বক্তব্য নয়। সন্ধ্যার পর বহু ছাত্রী ঘটনাস্থলে যায় ও হট্টগোল সৃষ্টি করে। সেখানে একাধিক ছাত্রী চিৎকার করে এইসব বিষয়ে কথা বলে যা আমার দৃষ্টিগোচর হয়। পরে রাগান্বিত অবস্থায় যখন মিডিয়া আমার কাছে এসব নিয়ে বক্তব্য জানতে চায়, তখন আমি এসব বিষয়ে ছাত্রীরা অভিযোগ করছে বলে উল্লেখ করি। কিন্তু মিডিয়াতে আমার আংশিক বক্তব্য প্রচার করা হয়।’

 

বৈশাখী আরও লেখেন, ‘এই বক্তব্যে কখনোই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের নিয়ে কোনো দোষারপ করা হয়নি কিংবা প্রতিষ্ঠানকে উল্লেখ করেও কোনো বক্তব্য দেওয়া হয়নি। আমার আংশিক বক্তব্য প্রচারের ফলে এখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। মিডিয়ায় প্রচারিত বক্তব্য যে আমার নয়, তার স্বপক্ষে তথ্য প্রদানের জন্য আমি সম্পূর্ণ বক্তব্যের রেকর্ড সংগ্রহ করেছি। এছাড়া পরবর্তীতে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের স্বপক্ষে প্রচারিত বক্তব্যের ব্যাখ্যা প্রকাশ করি।’

ব্যাখ্যার শেষদিকে বৈশাখী আরও লেখেন, ‘অতএব, উপরোক্ত বিষয়ে বক্তব্য আসলে আমার নিজের বক্তব্য নয়। একই সাথে এই অনাকাঙ্খিত বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে সকলে আমায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এক্ষেত্রে আমার প্রতিষ্ঠান ও সাধারণ শিক্ষার্থী বোনদের কোনোভাবে লাঞ্ছিত করার কোনো উদ্দেশ্য নেই। মিডিয়াগুলোতে আমার বক্তব্য সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে। এটি আমার কোনো ব্যক্তিগত বক্তব্য না হওয়ায় এ বিষয়ে কোনো দ্বায়ভার আমার নয় বলে উল্লেখ করেন সামিয়া আক্তার বৈশাখী।’

শুধু তাই নয় বৈশাখী আরও জানান, মৌলবাদ গোষ্ঠী এই ঘটনাকে পুঁজি করে সাধারণ ছাত্রীদেরকে টার্গেট করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গুজব ছড়াচ্ছে এবং অপপ্রচার করছে। সেই সঙ্গে সাধারণ ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে স্বার্থ হাসিলের চেষ্টা করছে একটি গোষ্ঠী। তাই, সাধারণ শিক্ষার্থীদেরকে এসব বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধও জানিয়েছেন বৈশাখী।

বিভি/এসএম/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2