• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

একাদশে ভর্তির আবেদনের তারিখ ও ফি নির্ধারণ

প্রকাশিত: ২০:৩৬, ৩০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
একাদশে ভর্তির আবেদনের তারিখ ও ফি নির্ধারণ

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। দুই মাস ধরে এই ভর্তি কার্যক্রম চলবে। ১ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। 

বুধবার (৩০ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। যারা প্রথম ধাপে সুযোগ পাবে না তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ চলবে ৯ ও ১০ জানুয়ারি। আর এই ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। গতবারের মতো এবারও ভর্তির জন্য অনলাইনে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। 

সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। আবেদন ফি বাবদ ১৫০ টাকা টেলিটক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এবার একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ৮ হাজার টাকা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2