• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পছন্দের প্রার্থীকে নিয়োগের সুপারিশ না করায় চবি দপ্তরে ছাত্রলীগের ভাঙচুর

প্রকাশিত: ২০:৩৫, ৩০ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:৩৫, ৩০ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
পছন্দের প্রার্থীকে নিয়োগের সুপারিশ না করায় চবি দপ্তরে ছাত্রলীগের ভাঙচুর

শিক্ষক নিয়োগে পছন্দের প্রার্থীকে সিন্ডিকেট সুপারিশ না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে ভাঙচুর ও শাটল ট্রেন আটকে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের  একাংশের বিরুদ্ধে। এছাড়া শাটল ট্রেনের চাবিও নিয়ে গেছে ছাত্রলীগের কর্মীরা। 

সোমবার (৩০ জানুয়ারি) বিকালের দিকে বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডিকেট সভা শেষে ভাঙচুর ও ৫টার দিকে শাটল ট্রেন আটকে দেওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, সিন্ডিকেটের ৫৪১ তম সভা ছিল আজ। সভায় বিভিন্ন বিভাগে শিক্ষক ও কর্মচারী নিয়োগসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সাড়ে ৪টার দিকে সভা শেষ হলে ছাত্রলীগের উপগ্রুপ একাকার গ্রুপের নেতা কর্মীরা ভিসির দপ্তরে যায়। সেখানে গিয়ে জানতে পারে ছাত্রলীগের এক পছন্দের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদকে শিক্ষক নিয়োগে সিন্ডিকেট সুপারিশ করেনি। এরপরই ভিসির দপ্তরে ভাঙচুর করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে দেয় তারা। 

বিভি/রিসি

মন্তব্য করুন: