• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নোবিপ্রবিতে নিয়োগে সাবেকদের অগ্রাধিকার চায় শাখা ছাত্রলীগ

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
নোবিপ্রবিতে নিয়োগে সাবেকদের অগ্রাধিকার চায় শাখা ছাত্রলীগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) কর্মকতা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে প্রশাসন বরাবর দুই দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন নোবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী নাঈম রহমান, মোহাইমেনুল ইসলাম নুহাশ ও জাহিদ হাসান শুভর নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন।

ছাত্রলীগের উত্থাপিত দাবিগুলো হলো: ১.আগামীতে সকল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে (কমপক্ষে ৮০ শতাংশ) নিয়োগ প্রদান করা হোক,

২.কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের জন্য সিজিপিএ কমপক্ষে ২.৫০ করা হোক।

এ বিষয়ে বিশ্বববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নোবিপ্রবি শিক্ষার্থীদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য বিশ্ববিদ্যালয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ দিদারুল আলম বলেন, ছাত্রলীগের স্মারকলিপি আমরা হাতে পেয়েছি। তাদের উত্থাপিত দাবিগুলো পরবর্তীতে আমরা বিবেচনায় রাখব।

বিভি/এফএএফ/এজেড

মন্তব্য করুন: