• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

এবার রাজশাহী রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০০:১৮, ১২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
এবার রাজশাহী রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা

পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।  বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ দিকের রেললাইনে শতাধিক শিক্ষার্থী দাঁড়িয়ে রেলপথ অবরোধ করে রেখেছেন।

তাদের দাবি, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। স্থানীয়দের পর পুলিশের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, রাত ১১টা ২০ মিনিটে ছেড়ে আসার কথা থাকলেও, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে এখনও যাত্রা শুরু করেনি ঢাকা অভিমুখী ট্রেনটি।

প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বাস থেকে বিনোদপুর নামেন। বাসের ড্রাইভার ও হেলপার তার সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলে সে তার বন্ধুদের ডেকে আনেন বিনোদপুর। পরে তার বন্ধুরা ড্রাইভার ও হেলপারকে মারধর করে। এসময় স্থানীয় কয়েকজন মিলে শিক্ষার্থীদের একজনকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পুড়িয়ে দেওয়া হয়েছে বিনোদপুর গেটের পাশের বেশ কয়েকটি দোকান ও বিনোদপুর গেটের পুলিশ ফাঁড়ি।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2