• NEWS PORTAL

  • শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

বিদ্যালয়ে রোজার ছুটি শুরু যেদিন থেকে

প্রকাশিত: ২৩:১১, ২১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
বিদ্যালয়ে রোজার ছুটি শুরু যেদিন থেকে

ফাইল ছবি

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ মার্চ থেকে ছুটি শুরু হবে। ছুটি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

মঙ্গলবার (২১ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয় ৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এদিকে মঙ্গলবার (২১ মার্চ) সৌদির আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে শুক্রবার (২৪ মার্চ) থেকে।

সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে দেশে প্রথম রোজা হবে বৃহস্পতিবার (২৩ মার্চ)।

ফলে ধরে নেয়া হচ্ছে, বাংলাদেশে প্রথম রোজা হতে পারে শুক্রবার (২৪ মার্চ)। আর তারাবিহর নামাজ শুরু হবে বৃহস্পতিবার।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

বুধবার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে কিংবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2