• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন পরিচালক বাবুল উদ্দিন

প্রকাশিত: ২৩:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন পরিচালক বাবুল উদ্দিন

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন পরিচালক বাবুল উদ্দিন

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন পরিচালক বাবুল উদ্দিন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ বিজ্ঞাপন নির্মাতা হিসাবে এ পুরস্কার প্রদান করা হয়।  

এ সময় বাবুল উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি, বিশেষ অতিথি সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, এমপি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার। 

বিজ্ঞাপন নির্মাণ ছাড়াও বাবুল উদ্দিন নিয়মিত নাটক ও ডকুমেন্টারি পরিচালনা করে থাকেন। তিনি ২০১১ সাল থেকে মিডিয়ার সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন।

পুরস্কার প্রসঙ্গে বাবুল উদ্দিন বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতিস্বরূপ কোনো পুরস্কার পেলে সেটা কাজের প্রতি দায়বদ্ধতা এবং স্পৃহা বৃদ্ধি করে। পুরস্কারটি পেয়ে আমি খুবই আনন্দিত। সামনে যেন দর্শকদের আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি, সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি।’  

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2