সায়ন্তিকার চলে যাওয়া নিয়ে যা বললেন জায়েদ খান
জায়েদ খান ও সায়ন্তিকা
ঢাকায় নায়ক জায়েদ খানের সঙ্গে জুটি হয়ে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কক্সবাজারের শুটিং বন্ধ করে ভারতে চলে যান ওপার বাংলার এ নায়িকা। এরপর শুরু হয় নানা আলোচনা।
কলকাতায় ফিরে যাওয়ার পর সায়ন্তিকা অভিযোগ তোলেন, নৃত্য পরিচালক মাইকেল তার অনুমতি ছাড়া হাত ধরে। এ নায়িকার দাবি, মাইকেল থাকলে তিনি সিনেমায় আর কাজ করবেন না। অন্যদিকে প্রযোজকও অনড়, শুটিং হলে মাইকেলের কোরিওগ্রাফিতেই হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ত্যাগ করেন সায়ন্তিকা।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে নায়িকা জানান, নৃত্য পরিচালক মাইকেল নয়, তার চলে যাওয়ার মূল কারণ ছবির প্রযোজক।
তিনি বলেন, ‘বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে আলাপ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাইনি। তার কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই। হঠাৎ বলা হলো, নাচের দৃশ্যের শুটিং করা হবে! বারবার যোগাযোগের চেষ্টা করার পরেও যখন মনিরুল উত্তর দেননি, তখন বলেছিলাম, আমি এই ভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে।’
এ নিয়ে জায়েদ খানের সঙ্গে কথা হলে তিনি বাংলাভিশনকে বলেন, ‘মনিরুল ইসলাম একজন অপেশাদার প্রযোজক। সায়ন্তিকা একজন বিদেশি শিল্পী, প্রযোজকের থেকে প্রাপ্য সম্মানটুকু সে পাইনি। প্রযোজক বাজেট নিয়ে ঝামেলা করেছেন, টাকা পরিশোধ করেন নাই। হোটেলের খরচটা পর্যন্ত আমি দিয়েছি। আমাদের ঠিকমতো খাবারটা পর্যন্ত দেয়নি।’
বিভি/জোহা
মন্তব্য করুন: