• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে যাওয়া কে এই বাংলাদেশি তরুণী?

প্রকাশিত: ১৩:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে যাওয়া কে এই বাংলাদেশি তরুণী?

আগামী ২৫ সেপ্টেম্বর ফ্রান্সে বসছে প্যারিস ফ্যাশন উইক-২০২৩। ফরাসিদের পাশাপাশি অনেক বিদেশি সুন্দরীরা ফ্যাশন শো-তে যোগ দান করবেন।

এবার এই ফ্যাশন মঞ্চে দেখা যাবে বাংলাদেশি তরুণী তৌহিদা তাসনিম তিফা-কে। জানা গেছে, ২৪ সেপ্টেম্বর ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেবেন তৌহিদা। ২৯ সেপ্টেম্বর প্যারিসের লে সেলুন দে মিরোইরস ভেন্যুতে হাঁটবেন। দুবাইয়ের ক্রিস্টালিন অ্যানের ডিজাইন করা পোশাক পরবেন বাংলাদেশি তরুণী।

প্যারিস ফ্যাশন শো-তে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তৌহিদা তাসনিম তিফা। ভারতীয় মিডিয়া এই সময়কে তিনি বলেন, প্যারিসের এই ফ্যাশন শো বিশ্বজুড়ে বিখ্যাত। সমস্ত ফ্যাশন মডেলের লক্ষ্য থাকে এই শো-তে অংশগ্রহণ করার। একজন বাংলাদেশি হিসেবে এই শো-তে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন তৌহিদা। এই অংশগ্রহণ তাঁর দেশের কাছে সম্মানের বলে মনে করছেন তিনি।

ফ্রান্সের ফরাসি শো-তে অংশ নেওয়ার ব্যাপারে তিনি কতটা প্রস্তুত? এ ব্যাপারে আগাম মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশি ওই সুন্দরী। তাঁর মতে, এই ফ্যাশন শো থেকে অনেক কিছু শেখার আছে অন্যান্য দেশের প্রতিযোগিদের কাছ থেকে। প্যারিসের ফ্যাশন শো-তে অংশগ্রহণ, আগামী দিনে আরও বৃহত্তর পরিসর তৈরি করার সুযোগ থাকে বলে জানান। তবে, আন্তজার্তিক এই ফ্যাশন মঞ্চে বাংলাদেশকে তুলে ধরাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তৌহিদা।

কী ভাবে প্যারিসের এই অনুষ্ঠানে সুযোগ পেলেন, তাও জানাতে ভোলেননি বাংলাদেশি এই ফ্যাশন মডেল। আমেরিকার এজেন্সি সাউন্ড পেস ইন্টারন্যাশনালের মাধ্যমে এই সুযোগ পেয়েছেন বলে জানান। তৌহিদা বলেন, এজেন্সির তরফে প্যারিসের অনুষ্ঠানে যোগদানের জন্য অফার দেওয়া হলে, তিনি তা সঙ্গ সঙ্গে লুফে নেন। গত বছর মিস গ্র্যান্ড বাংলাদেশ, ২০২২ বিজয়ী হয়েছিলেন ওই তরুণী। এটাই সুযোগ পাওয়া ক্ষেত্রে তাঁকে সাহায্য করেছে বলে জানিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশের গাজীপুরের জয়দেবপুরে জন্ম তৌহিদার। মা পেশায় আইনজীবী। তিনিও আইনে স্নাতক। গান-বাজনার পরিবেশ ছিল পরিবারে। ছোটবেলায় মায়ের কাছে তালিম নিয়েছেন গানের। নাচ শিখেছেন একজন ওস্তাদের কাছে। নাচ ও গানের পাশাপাশি অভিনয়েও পারদর্শী ওই তরুণী। করেছেন ছোট পর্দায় অভিনয়ও। ২০১৮ সালে নাটকের হাত ধরে হয়েছিল তাঁর অভিষেক। এরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। আগামী দিনে আন্তর্জাতিক মডেল হিসেবে নিজেকে দেখতে চাইছেন তৌহিদা। আর তাঁর এই উত্থানের জন্য বাবা-মার অবদান সবেচেয়ে বেশি জানিয়েছেন।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: