• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

একগুচ্ছ নাটকে সুপ্ত

প্রকাশিত: ১৬:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
একগুচ্ছ নাটকে সুপ্ত

শোবিজের শুরুটা মডেলিং দিয়ে সুপ্তর। এরপর কাজ শুরু করেন নাটক-সিনেমায়। যদিও বড় পর্দার স্বপ্ন নিয়ে শোবিজে পা রেখেছিলেন এই অভিনেতা। কিন্তু সিনেমায় সেভাবে সুযোগ না মেলায় নিজেকে নিয়মিত করেছেন নাটকে। 

এরই মধ্যে নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে জানান দিয়েছেন তিনি। কাজ করেছেন বেশকিছু আলোচিত মিউজিক ভিডিওতে। বর্তমানে ব্যস্ত ও দর্শকপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম এক নাম সবুজ আশরাফ সুপ্ত। তবে তিনি সুপ্ত নামেই অধিক পরিচিত।

সম্প্রতি সুপ্ত শেষ করেছেন ‘শালী নাম্বার ওয়ান’, ‘জলে ভাসা সাবান’, ‘আক্কেল ছাড়া’, ‘ডিভোর্স টু’, ‘দেবর ভাবির প্রেম’ ও ‘রোমিও দা বডিগার্ড’ প্রভূতি নাটকের কাজ। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত প্রথম সিনেমা ‘কলিজাতে দাগ লেগেছে’।

চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান জানিয়ে সুপ্ত বলেন, যদিও আমার শুরুটা মডেলিং দিয়ে। এরপর কাজ করি নাটকে। একটি সিনেমায় কাজের সুযোগ হয়েছে। সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। শুরু থেকেই সিনেমার প্রতি তুমুল আগ্রহ। মনেপ্রাণে সিনেমায় অভিনয় করার স্বপ্ন। তবে নাটকের জন্যও আলাদ একটা টান আছে। সময়ের দর্শক চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন গল্পে নিজেকে নতুন-নতুন সব চরিত্রে উপস্থাপন করছি।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2